SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ লােভে পাপ, পাপে মৃত্যু

মূলভাব: লােভ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয় ও তাকে অসৎ উপায় অবলম্বন করতে প্ররােচিত করে। লোভী মানুষ পাপকার্য করতে দ্বিধাবােধ করে না। লােভের পরিণাম অতি ভয়াবহ এমনকী মৃত্যুও বিচিত্র নয়।
সম্প্রসারিত ভাব: ভােগের নিমিত্তে উদ্ভান্ত আবেগ আর দুর্দমনীয় বাসনা থেকেই জাগতিক যাবতীয় পাপের উৎপত্তি। লােভের মায়ানমাহে আচ্ছন্ন থেকে মানুষ সত্য ও সুন্দরকে অবজ্ঞা করে। সে বৈষয়িক বুদ্ধির প্রেরণায় পার্থিব ধন-সম্পদ আহরণে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যখনই সে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তখন নির্দ্বিধায় নিমজ্জিত হয় পাপাচারে। সে ক্রমশ অবৈধ ও জঘন্য পথে অগ্রসর হয়। সম্ভোগের দীপালি উদ্যানে শুরু হয় পাপের উৎসব। মানুষ এসময় হয়ে ওঠে পশুর মতাে। তার এ পাপাচারের ফাকে মৃত্যুর কালােছায়া ছায়াবাজির মতাে দাপাদাপি করে ওঠে। অপরপক্ষে নির্লোভ ব্যক্তি পাপমুক্ত সত্য ও সুন্দর জীবন লাভ করে। তার নিরাসক্ত জীবনে ভােগের তাড়না নেই। ফলে তার মাঝে লােভ এবং পাপের অস্তিত্ব নেই। লােভী ব্যক্তিরাই পথভ্রষ্ট হয়। অন্যায়, অসত্য আর পাপের পথে ধাবিত হয়ে অকাল মৃত্যুর মুখােমুখি হয়।
মন্তব্য: লােভ বর্জন না করলে জীবনকে সার্থক ও সুন্দর করা যায় না। নির্লোভ জীবন সকলের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment