SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ যে একা সেই সামান্য, যার ঐক্য নাই সে তুচ্ছ

মূলভাব: পৃথিবীতে যে ব্যক্তি নিঃসঙ্গ এবং একা সে নিঃসন্দেহে অসহায়। অন্যদিকে একত্রে বসবাস করেও যাদের মধ্যে ঐক্য নেই, তারা তুচ্ছ। ঐক্যবদ্ধ জীবনপ্রবাহ থেকে বিচ্ছিন্ন ব্যক্তি শক্তিতে সামান্য এবং সামাজিকভাবে তুচ্ছ।
সম্প্রসারিত ভাব: পৃথিবীর আদি পর্বে মানুষ ছিল ভীষণ অসহায়। কারণ তখন সে ছিল একা। সভ্যতার উষালগ্নে মানুষ উপলব্ধি করল ঐক্যবদ্ধ জীবন ছাড়া এ পৃথিবীর প্রকৃতিসৃষ্ট প্রতিকূলতাগুলাের কাছে সে তুচ্ছ। তাই মানুষ স্বীয় প্রয়ােজনে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্যে গড়ে তােলে। সমাজবদ্ধ জীবন, হয়ে ওঠে একতার বলে বলীয়ান। পৃথিবীতে যে একা, সেই অসহায়। আর যে অসহায় তার সামর্থ্য নেই বললেই চলে। শক্তি বা সামর্থ্যের ক্ষুদ্রতার কারণে একক মানুষ সকলের নিকট উপেক্ষিত ও অবাঞ্ছিত। যারা ঐক্যবদ্ধ তাদের শক্তি অসীম। ঐক্যেই প্রকৃত শক্তি। বিন্দু বিন্দু জলকণার সমন্বয়ে সৃষ্টি হয় বিশাল জলধি, আর বিন্দু বিন্দু শক্তির সমন্বয়ে সৃষ্টি হয় অসীম শক্তি। ঠিক এমনিভাবে অনেক ব্যক্তিসত্তা যখন একতাবদ্ধ হয়ে সমষ্টির সৃষ্টি করে, তখন তাদের সমবেত শক্তি জাতীয় জীবনে বিরাট অবদান রাখতে সক্ষম। একতার শক্তি অসম্ভবকে সম্ভবে পরিণত করে। আমাদের জাতীয়, সামাজিক ও পারিবারিক জীবনে একতার প্রয়ােজন সর্বাধিক।
মন্তব্য: প্রবাদ আছে- 'একতাই বল। মানুষ এককভাবে সামান্য আর তুচ্ছ বলেই সভ্যতার বিকাশে চাই মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment