SkyIsTheLimit
Bookmark

টেলিকনফারেন্সিং কি? বিস্তারিত

টেলিকনফারেন্সিং (Teleconferencing)
টেলিযােগাযােগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে। এই সভাকে টেলিকনফারেন্স বলে।
টেলিকনফারেন্স এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যােগাযােগ করা যায়। ভিন্ন ভৌগলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযােগাযােগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোন সভা অথবা সেমিনার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। টেলিকনফারেন্স এর জন্য টেলিফোন সংযােগ, কম্পিউটার অডিও কার্ড, মাইক্রোফোন, MIC ও স্পীকার এবংপ্রয়ােজনীয় সফটওয়্যার প্রয়ােজন হয়।বর্তমানে মােবাইল ফোনে টেলিকনফারেন্সিং-এর ব্যবস্থা আছে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment