SkyIsTheLimit
Bookmark

Email কি? বিস্তারিত

ই-মেইল (E-mail) শব্দের অর্থ হলাে ইলেকট্রনিক মেইল। দ্রুত ডেটা কমিউনিকেশনের মাধ্যম হলাে ইমেইল। তথ্য প্রযুক্তির উদ্ভাবিত নতুন ডাক ব্যবস্থা যা হার্ডওয়ার ও সফটওয়ারের সমন্বয়ে তৈরি। খুব দ্রুত ও অল্প সময়ে চিঠিপত্র, অন্যান্য ডকুমেন্ট নির্ভুলভাবে গন্তব্যস্থানে পৌঁছানাে যায়। বৈজ্ঞানিক গবেষণা, ব্যবসা বানিজ্য, লাইব্রেরি, ইতিহাস ঐতিহ্য ব্যবহারের জন্য অডিও, ভিডিও, ডকুমেন্ট এমনকি চ্যাটিং এর ব্যবস্থা রয়েছে। একজন এর কাছ থেকে একাধিক জনকে E-mail করা যায়। উইকিপিডিয়া অনুসারে- "Electronic mail or email is a method of exchanging digital message from an author to one or more recipients"

ই-মেইলের জন্য যে জিনিসগুলাে প্রয়ােজন তা হলাে- কম্পিউটার, বা স্মার্ট ফোন, মডেম, ইন্টারনেট সংযােগ এবং ই-মেইল অ্যাড্রেস। যে ইমেইল প্রেরণ করবে এবং যার কাছে প্রেরণ করবে উভয়েরই অ্যাড্রেস। থাকতে হবে। ই-মেইল এর দুটি অংশ থাকে। প্রথম অংশে। ব্যবহারকারীর, পরিচিতি (User identity) এবং @ এর পর Domain name থাকে। যেমন: [email protected] বা [email protected]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment