রিফ্রেশ করতে (ক্লিক)
বাংলাদেশের বৃহত্তম শিক্ষামূলক কমিউনিটিতে
আপনাকে স্বাগতম!
http://www.bdselfcare.com/2020/10/blog-post_31.html

স্কুল লাইব্রেরী অনুচ্ছেদ রচনা 8813219991834380516

স্কুল লাইব্রেরি হচ্ছে স্কুল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলাের মধ্যে একটি। এটি একটি দালান বা কক্ষ যেখানে পাঠকদের জন্য বিভিন্ন ধরনের বইপত্র রাখা হয়। এটি জ্ঞানভান্ডার। স্কুল লাইব্রেরি থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তা ও মানসিকতার সমৃদ্ধি ঘটাতে পারি। স্কুল লাইব্রেরির সীমাহীন গুরুত্ব রয়েছে। ভাল ফলাফল নির্ভর করে ভাল লেখার উপর; ভাল লেখা নির্ভর করে ভাল নােটের উপর এবং ভাল নােট নির্ভর করে বিভিন্ন সাহায্যকারী বইয়ের উপর। একটি ভাল লাইব্রেরি কর্তৃক এসব সহকারী বই সরবরাহ করা হয়। বিভিন্ন প্রকার বইপত্র যেমন উপন্যাস, নাটক, ছােটগল্প এবং কবিতার বই-প্রভৃতি লাইব্রেরিতে রাখা হয়। লাইব্রেরি কার্ডের মাধ্যমে বই প্রদান করা হয়। ছাত্র-ছাত্রীরা সাধারণত এক সপ্তাহের জন্য বই ধার করতে পারে। কিন্তু, কিছু বই রয়েছে যা বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয় না। ছাত্র-ছাত্রীরা কেবল এ বইগুলাে লাইব্রেরিতে পড়তে পারে। ছাত্র-ছাত্রীরা একটি লাইব্রেরি থেকে যথেষ্ট উপকৃত হতে পারে। আমি আমার স্কুল লাইব্রেরির জন্য গর্বিত।

আপনার মন্তব্যটি করুন (11)


আপনার মতামত দিন, অন্যদের মতামত দেখুন