SkyIsTheLimit
Bookmark

ভিডিও কনফারেন্সিং কি? বিস্তারিত

ভিডিও কনফারেন্সিং (Video conferencing)
টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততােধিক ভৌগলিক অবস্থানে অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে কথােপকথন ও পরস্পরকে দেখতে পারার মাধ্যমে আলাপ আলােচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে ভিডিও কনফারেন্সিং বলে।

এটি একটি আন্তর্জাতিক যােগাযােগ ব্যবস্থা। এক জায়গা থেকে অন্য জায়গায় এমনকি এক দেশ থেকে অন্য দেশে যেকোন ব্যক্তি ইন্টারনেট সংযােগের মাধ্যমে ভিডিও কনফারেন্স করতে পারে। শিক্ষকছাত্র, ডাক্তার রােগী, রাজনীতিবিদ জনগণ, গবেষক এমনকি পারিবারিক আত্মীয়, স্বজনের সাথে যােগাযােগ এর এটি একটি জনপ্রিয় যােগাযােগ মাধ্যম। স্কাইপি বা ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করা যায়। ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়ােজন হয় মাল্টিমিডিয়া কম্পিউটার, ওয়েবক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড, মডেম এবং ইন্টারনেট সংযােগ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment