SkyIsTheLimit
Bookmark

আমার প্রিয় শিক্ষক অনুচ্ছেদ রচনা

আমার প্রিয় শিক্ষক

প্রায় সব ছাত্রের প্রিয় শিক্ষক থাকতে পারে। আমি এই ব্যাপারে স্বতন্ত্র নই। আমার প্রিয় শিক্ষকের নাম মােঃ আবদুল জলিল। তিনি আমার কলেজের একজন আদর্শ শিক্ষক। তিনি আমাকে ইংরেজি পড়ান। তিনি এম এ ডিগ্রীধারী। তার বিএড প্রশিক্ষণও আছে। তিনি একজন অভিজ্ঞ শিক্ষক। ইংরেজি কঠিন বিষয় হলেও তিনি আমাকে এমনভাবে শিক্ষা দান করেন যে আমার কোন প্রশ্নের উত্তর বার বার মুখস্ত 1. করার প্রয়ােজন হয় না। তিনি আমাকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করার পারামর্শ দেন। তিনি আমাকে কোন প্রশ্নের ব্যাপারে দু মিনিট ভেবে লেখার নির্দেশ দেন। আমার হাতের লেখা পরিবর্তন না করারও পরামর্শ দেন। স্পষ্টভাবে যেকোন উত্তর লেখার পরামর্শ দেন। তিনি খুব বুদ্ধিমান আর প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা আবিষ্কার করতে সক্ষম। তিনি খুব কর্তব্যপরায়ণ এবং সময়নিষ্ঠও। সে কারণে আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি। তিনি সত্যিকার অর্থে আমার প্রিয় শিক্ষক‌।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment