SkyIsTheLimit
Bookmark

আমার প্রিয় টিভি অনুষ্ঠান অনুচ্ছেদ রচনা

আমার প্রিয় টিভি অনুষ্ঠান

কিছু কিছু টিভি অনুষ্ঠান আমাদেরকে বিনােদন, জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করে। পক্ষান্তরে, কিছু কিছু অনুষ্ঠান আমাদেরকে দিগভ্রান্ত করে। যাইহােক, বৈচিত্র্যময় উদ্দেশ্যে অসংখ্য টিভি অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। তবে আমার প্রিয় টিভি অনুষ্ঠান জীবনের আলাে'। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি উপদেশ, নির্দেশনা, শিক্ষা, ধারা পদ্ধতি, অনুশাসন, জীবনকে ইসলামিক উপায়ে পরিচালনা করার উপায়ও খুঁজে পাই। অনুষ্ঠানটি বিশেষ করে ইসলাম ও তা সংরক্ষণের বিষয় নিয়ে আলােচনা করে। এটি অবিনশ্বরতাঁ, হাশরের দিন, মহাপ্লাবন প্রভৃতি সম্পর্কেও আলােচনা করে। এটি মৃত্যু নিয়ে আলােচনা করে। এটি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক উপায়ে বৈধ জীবন নির্বাহ করার প্রক্রিয়া নিয়ে আলােচনা করে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আল্লাহকে ভয় পেতে শুরু করলাম। আমি মনে করি অনুষ্ঠানটি আমার জীবনের প্রয়ােগিক বিষয়ের হানি সাধন করে না। এটি ধীরে ধীরে আমার জীবনকে উজ্জ্বল ও ইসলামিক চিন্তাধারায় প্রাঞ্জল করে তােলে। এ ধরনের অনুষ্ঠান সবার উপভােগ করা উচিত। অন্যথায় আমরা সত্যের পথ থেকে বিচ্যুত হব।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment