SkyIsTheLimit
Bookmark

আমার প্রিয় শখ অনুচ্ছেদ রচনা

আমার প্রিয় শখ

আমাদের প্রায় সবাই বিশেষ শখ লালন করে।এক্ষেত্রে আমি ব্যতিক্রম নই। আমার প্রিয় শখ হলাে বাগান রচনা করা। আমার পড়ার ঘরের সামনে অবস্থিত একখণ্ড ভূমিকে চমৎকার বাগানে রূপান্তর করেছি। আমি বাগানের আগাছা পরিষ্কার করি এবং নিয়মিত গাছপালায় পানি দিই। এতে কঠোর পরিশ্রমের প্রয়ােজন হয় তবে আমি ক্লান্তবােধ করি না কারণ আমি আমার কাজে আনন্দ খুঁজে পাই। বাগানে মুকুল গজিয়ে উঠতে দেখলে ও শাখা প্রশাখা বাতাসে নড়তে দেখলে আমার আনন্দের সীমা থাকে না। ফুল সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। আমি এতে বিভিন্ন ধরনের ফুল লাগিয়েছি। আমার লাগানাে ফুলগুলাে হলাে গােলাপ, জুঁই, হাসনাহেনা, টগর, বেলি, গন্ধরাজ, সূর্যমুখী, চামেলী, ডালিয়া ইত্যাদি। বাগান আমাকে মনের সজীবতা উপহার দেয়। আমি পড়াশুনায় বেশি মনােযােগী হতে পারি। আমি প্রিয়জনদেরকে ফুল উপহার দিই। তাই বাগান করা আমার প্রিয় শখ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment