SkyIsTheLimit
Bookmark

বিদ্যালয়ে আমার প্রথম দিন অনুচ্ছেদ রচনা

বিদ্যালয়ে আমার প্রথম দিন

আমার বিদ্যালয়ের নাম ছিল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ। ১৯৯৭ সালে ২ জানুয়ারি আমি বাবার সাথে বিদ্যালয়ে প্রথম ক্লাসে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। আমার বয়স তখন ছয় বছর। ক্লাসরুমে ঢােকার সাথে সাথে নিরূৎসাহিতবােধ করলাম। আমার কাছে মনে হলে শত শত কৌতুহলী চোখ আমার দিকে তাকিয়েছিল। টেবিলের উপর ব্যাগটি রেখে বাবার কাছে দৌড়ে ছুটে গলাম। আর আমার অবস্থা সম্পর্কে বললাম। তিনি আমাকে উৎসাহ দিলেন। তবে লাজুক বালক হিসেবে বিদ্যালয়ে আমার প্রথম দিন ক্লাসরুমের হাসির পাত্র করে তুলেছিল। আমার নাম ঠিকানা লিখতে আমাকে ব্লাকবাের্ডে পাঠানাে হয়েছিল। তবে আমার দিকে তাকিয়ে থাকা অনেক ছাত্রের দৃষ্টি নিয়ে ব্ল্যাকবাের্ডের সামনে দাঁড়িয়ে থাকা আমাকে হতােদ্যম করে তুলল আর এতে আমি একটি অক্ষরও লিখতে পারলাম না। চকটি তুলে নিলাম আর যেইমাত্র লিখতে গেলাম আমার মন হতাশ হয়ে গেল। শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি, কি তােমার নাম লিখতে পারছ না? শিক্ষক বললেন, তুমি তােমার আসনে যেতে পার” । আমি আমার আসনে ফিরে গেলাম। আমার পাশে বসে থাকা আমার একজন সহপাঠী আমাকে ভয় না পাওয়ার জন্য বলল। সে আমার সাথে খুব আন্তরিকভাবে কথা বলল। এতে আমি স্বস্তিবােধ করলাম। দিনটির স্মৃতি আমার মনে এখনও সজীব হয়ে আছে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment