SkyIsTheLimit
Bookmark

সারাংশ: যাঁরা নিজে নিজে চেষ্টা করেন, আল্লাহ তাদের সহায় হন।

যাঁরা নিজে নিজে চেষ্টা করেন, আল্লাহ তাদের সহায় হন। পৃথিবীতে যারা বড় লােক হয়েছেন, তাঁদের প্রত্যেকেরই জীবনী পাঠ করলে আমরা এ শিক্ষাই পেয়ে থাকি। বিদ্যাই হােক, ধনই হােক পরিশ্রম না করলে কেউ তা লাভ করতে পারে না। এক রাজপুত্র একবার এক পণ্ডিতকে বলেছিলেন, মহাশয়, সাধারণ লােক পরিশ্রম করে বিদ্যালাভ করে থাকে। আমি পরিশ্রমে অভ্যস্ত নই, আমার জন্য কি বিদ্যা অর্জনের কোনাে সহজ পথ করে দিতে পারেন না? পণ্ডিত বললেন, 'রাজা বা রাজপুত্রের জন্য বিদ্যা শিক্ষার স্বতন্ত্র উপায় নেই। অনেক বালক আছে তারা কেবল শিক্ষক মহােদয়ের ওপরই নির্ভর করে থাকে। অভিধান খুলে কষ্ট স্বীকার না করে অর্থ-পুস্তকের সাহায্য নেয়। এ রকম লােক কখনাে জগতে উন্নতি করতে পারে না।
সারাংশ: নিজের চেষ্টার চেয়ে বড় কোনাে সহায়ক শক্তি নেই। মানুষকে উন্নতি করতে হলে নিজে নিজেই চেষ্টা করতে হবে। জীবনের অন্যান্য ক্ষেত্রের মতাে শিক্ষা লাভ করতে হলেও ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment