SkyIsTheLimit
Bookmark

সারাংশ: ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনােই মনের বড় মানুষ নহে; ধনের মানুষ মানুষ নহে

ধনে কি মানুষ বড় হয়? ধনের বড় মানুষ কখনােই মনের বড় মানুষ নহে; ধনের মানুষ মানুষ নহে, মনের মানুষই মানুষ। আমি ধন লইয়া তােমাকে সমাদর করিব না, জন দেখিয়া তােমাদের আদর করিব না, সিংহাসন দেখিয়া তােমায় সম্মান করিব না, বাহুবলের জন্যে তােমার সম্ভ্রম করিব না; কেবল মন দেখিয়া তােমার পূজা করিব। তুমি যদি স্বয়ং অমানুষ হও, অথচ দণ্ডধর হইয়া আমাকে দণ্ডকরণে উদ্যত হও; তথাপি আমি দণ্ডভয়ে কদাচ দণ্ডবৎ করিব না। কিন্তু তুমি যদি পবিত্র চিত্তে সাধুভাবে ভিক্ষার ঝুলি ধারণ করিয়া আগমন করাে, তবে তােমার দর্শনমাত্রই তৎক্ষণাৎ আমি ধূলিধূসরিত হইয়া পদতলে প্রণত হইব। অতএব যদি মানুষ হইবার অভিলাষ থাকে, তবে মনকে বিমল করাে ও সরল হও।
সারাংশ: ধনে-জনে-শক্তিতে নয়, মনের উদারতাতেই মানুষের প্রকৃত পরিচয়। পরিষ্কার মন ও সরলতার দ্বারাই মানুষ সর্বজন- শ্রদ্ধেয় হয়ে ওঠে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment