SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর। বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়

তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর,
ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর।
বিদায়ের কালে হাতে ডাল ভেঙ্গে লয়,
তরু তবু অকাতর, কিছু নাহি কয়। 
দুর্লভ মানব জন্ম পেয়েছ যখন, 
তরুর আদর্শ কর জীবনে গ্রহণ। 
পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন, 
তুমিও হওগাে ধন্য তরুর মতন।
সারমর্ম: পরােপকারী যখন মানুষের সেবা করেন তখন সেই সেবা গ্রহণকারী হয়তাে অকৃতজ্ঞের মতাে তারই ক্ষতি করে যায়। কিন্তু তাই বলে অন্যের উপকার করা যার স্বভাব, তিনি তা থেকে পিছ পা হন না। এক্ষেত্রে বৃক্ষের আদর্শ গ্রহণে আমরাও ধন্য হতে পারি

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment