SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মােদের বিবেক পায় গাে লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়। 
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, 
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
সারমর্ম: মানুষের হৃদয়েই স্বর্গ ও নরকের অবস্থান। যখন মানুষের হৃদয় থেকে প্রেম-প্রীতি-দয়া-ক্ষমা ইত্যাদি শুভবােধগুলাে লুপ্ত হয় তখনই তা হয়ে ওঠে কুৎসিত-নরক। আর যখন অশুভ বােধগুলাে মুছে গিয়ে মানুষের মনে শুভবোধ জাগ্রত হয়, তখনই পৃথিবী পরিণত হয় যথার্থ স্বর্গভূমিতে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment