SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে

মূলভাব: সুখ ও দুঃখ মানবজীবনে পালাক্রমে আসে। দুঃখ যত বাড়তে থাকে, সুখও তত কাছাকাছি আসে।
সম্প্রসারিত ভাব: মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয়। অস্তিত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েই তাকে এ সংগ্রাম করতে হয়। মানুষের জীবনে আসে পদে পদে বাধা। এ বাধাবিঘ্নকে অতিক্রম করে মানুষকে পথ চলতে হয়। দুঃখ মানবজীবনের এক অনিবার্য নিয়তি। দুঃখকে জয় করেই মানবজীবনের অভিযাত্রা। একই ধারায় জীবন প্রবাহিত হবে এমনটি প্রত্যাশা করা কোনােভাবেই ঠিক নয়। জীবনপথের সকল কাঁটা নিজ হাতে উপড়ে ফেলে সাফল্যের দিকে, অগ্রগতির দিকে মানুষকে এগিয়ে যেতে হয়। রাতের পর যেমন আসে উজ্জ্বল সােনালি সকাল, তেমনই দুঃখের পরও আসে সুখ। কারও জীবনই শুধু দুঃখ দিয়ে গড়া নয়; আবার কারও জীবনেই নিরন্তর সুখ থাকে না। সুখ ও দুঃখের পালাবদল ঘটে। মানুষ সৃষ্টির সেরা জীব বলেই যােগ্যতা, সহিষ্ণুতা, ধৈর্য ও মনােবল দিয়ে পরিস্থিতির মােকাবেলা করতে হয় মানুষকে। জীবনের জন্যে চাই গভীর উজ্জীবন। উজ্জীবিত মানুষই জীবনে সফল হতে পারে। মানুষকে প্রয়ােজনে দুঃখের নদীতে ঝাঁপ দিতে হবে। দুঃখকে জয় করেই সুখকে লাভ করতে হবে। এটি খুব সহজ কাজ নয়। নিরন্তর সাধনার মাধ্যমেই সুখকে লাভ করা সম্ভব হয়।
মন্তব্য: সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন । কেউই নিরন্তর দুঃখী কিংবা সুখী নয়; বরং সুখ-দুঃখ মানুষের জীবনে পালাক্রমে আসে। তাই দুঃখে ধৈর্যহারা হওয়া চলবে না। মনে রাখতে হবে, দুঃখের পর অবশ্যম্ভাবীভাবে সুখ আসবেই এটাই দুনিয়ার নিয়ম।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment