SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ ত্যাগ ও ভােগ দুয়েরই প্রয়ােজন আছে জীবনে।

মূলভাব : সুন্দর সুখী জীবনের জন্য ত্যাগ ও ভােগ উভয়ই প্রয়ােজনীয়। এর যে কোন একটির আধিক্যই খারাপ। তাতে একঘেয়েমি জন্মে। ফলে জীবন পরিপূর্ণতা পায় না।
সম্প্রসারিত-ভাব : ভােগ বা আসক্তি মানুষের সহজাত প্রবৃত্তি। এ প্রবৃত্তি এক সময় মানুষকে তার দাসে পরিণত করে। সে অতৃপ্তভাবে শুধু চাইতে থাকে আমাকে আরও দাও, আরও দাও। কিন্তু যতই দেওয়া হােক না কেন কোন কিছুতেই তার এ আসক্তি দূর হয় না। এমন হলে মানুষ জীবনে সুখী হতে পারে না। সে সব সময় অতৃপ্তি বােধ করে।এতে জীবনে একঘেঁয়েমি জন্মে। তাছাড়া এ আসক্তি বা লােভ শেষ পর্যন্ত মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই শুধু ভােগ করলেই হয়। না। ভােগের পাশাপাশি ত্যাগও জীবনের জন্য অপরিহার্য। ভােগের চেয়ে ত্যাগেই সুখ বেশি। কারণ, ত্যাগের দ্বারা প্রবৃত্তিকে নিবৃত্ত করা যায়। আর প্রবৃত্তিকে জয় করার সাধনাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সাধনা। এ সাধনার দ্বারাই মানুষ প্রকৃত মনুষ্যত্ব লাভ করে। আর সেজন্যই বলা হয়ে থাকে যে, ভােগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। তবে শুধু আত্মত্যাগেও জীবনের পরিপূর্ণতা বা পরিপক্কতা আসে না। তাই জীবনকে উপলব্ধি করতে হলে ত্যাগ ও ভােগ উভয়কেই সমান গুরুত্ব দিতে হবে। উভয়ের সমন্বয়েই জীবন পরিপূর্ণ হয়। অতি আহারে যেমন স্বাস্থ্যহানি ঘটে অনাহারেও তেমন স্বাস্থ্যহানি ঘটে। তাই ত্যাগ ও ভােগ উভয়ই জীবনের জন্য অপরিহার্য।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment