SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ দ্বার বন্ধ করে নিয়ে মনটাকে রুখি, সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?

মূলভাব : যারা ভুলভ্রান্তি ও মিথ্যাকে ভয় করে বেড়ায় কেবলমাত্র সত্যকে খুঁজে, তারা দুর্লভ সে সত্যকে পায় না।
সম্প্রসারিত-ভাব : মানুষ সত্যের খোঁজে পরিশ্রম করছে আবহমানকাল। কিন্তু মিথ্যা কথা বলা যেখানে সহজ ব্যাপার সেখানে সত্য কথাটা বলা অনেক বেশি কঠিন। বাস্তবের পথ কঠিন ও দুর্গম। বাস্তব জীবনে অনেক সময় সত্যকে অসত্যে এবং অসত্যকে সত্যে পরিণত করতে হয়। সমস্ত ভুলভ্রান্তি অতিক্রম করেই এক সময় সত্যের দেখা পাওয়া যায়। পায়ে ধুলাে লাগার ভয়ে পথে না হেঁটে ঘরে বসে থাকলে কোনদিন পথ চলা হবে না, গন্তব্যে পৌছানাে যাবে না। সমাজ জীবনে ভাল যেমন আছে, তেমনি মন্দও আছে। বাস্তব জীবনে মানুষ অকৃতকার্য এবং ব্যর্থতার স্বীকার হবে, এ ব্যর্থতার মাধ্যমে মানুষ তার সফলতাকে খুঁজে পাবে। সত্যের লক্ষ্যে অন্যায়, অসত্যের পথ ডিঙ্গিয়ে নির্বিঘ্নে পথ চলতে হবে। মিথ্যার ভয়ে দ্বার বন্ধ করে বসে থাকলে কোন দিনই সত্যের সন্ধান, পাওয়া যাবে না। দ্বিধা-দ্বন্দ্ব মানুষের চলার অন্তরায় সৃষ্টি করে। এ-সব দূর করে কাঙ্ক্ষত লক্ষ্যে পৌছানাে একান্তভাবে কাম্য

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment