SkyIsTheLimit
Bookmark

সারাংশ: আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লােভের দুর্নিবার গতি কেবল

আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লােভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মৃঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তাে লােপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তাে নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনাে সন্দেহ থাকে না‌।
সারাংশ: বর্তমান পৃথিবীতে মানুষ নেশাগ্রস্তের মতো ধন-সম্পদের পিছনে ধাবমান। অর্থের এ অন্ধনেশা মানুষের আত্মবিনাশের পথকেই প্রশস্ত করছে। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment