SkyIsTheLimit
Bookmark

Spoken english: ৫০ টি daily use ইংরেজি বাক্যে

 


আমরা অনেকেই আছি যারা ইংরেজি তে sentence construction করতে পারি না বা বাক্যে গঠন করতে পারি না।

যার ফলে আমাদের ইংরেজি তে কথা বলতে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আজকে জেনে রাখুন ৫০ টি daily use ইংরেজি বাক্যে। 

1. Absolutely not - কোনো ভাবেই সম্ভব না।

2. Are you sure/are you certain? - আপনি কি নিশ্চিত? 

3. Are you coming with me? - আপনি কি আমার সাথে আসছেন?

4. As soon as possible - যত দ্রুত সম্ভব।

5. Believe me - আমার কথা বিশ্বাস করুন।

6. Buy it - কিনে ফেলুন।

7. Call me tomorrow - আমাকে কালকে ফোন দিন।

8. Come with me - আমার সাথে আসুন।

9. Congratulations/congrats - অভিনন্দন

10. Do you mean it? - আপনি কি এটাই বুঝাতে চেয়েছেন?

11. Do you understand? - আমি যেটা বলেছি, সেটা কি আপনি বুঝেছেন?

12. Do you want it? - আপনি কি এটা চান?

13. Don't exaggerate - কথা বারিয়ে বলবেন না।

14. Do you want something? - আপনি কি কিছু চাচ্ছেন?

15. Don't do it - এটা করবেন না।

16. Don't tell me that - আমাকে এটা বলার কোনো দরকার নেই।

17. Give me a hand - আমাকে একটু সাহায্য করুন।

18. Go right ahead - এগিয়ে যান।

19. Have a good trip - আপনার যাত্রা শুভ হোক।

20. Have a nice day - আপনার দিনটি সুন্দর হোক।

21. I don't think so - আমার মনে হয় না।

22. I feel much better - আমার আগের চেয়ে ভালো লাগছে।

23. I'm used to it - আমি অভ্যস্ত। 

24. I'm sorry - আমি দুঃখিত।

25. I'm bored - অর্থাৎ আমার কিছু ভালো লাগছে না।

26. It doesn't matter - কোনো ব্যাপার না।

27.It's time to go - যাওয়ার সময় হয়ে গেছে।

28. It's not worth it - এটার মুল্যে খুব একটা বেশি না।

29. It's not worth doing - এটা করার মতো না।

30. Have another one - আরেকটা নিন।

31. He's on his way - সে তার পথে আছে।

32. How are you doing? - আপনি কেমন আছেন।

33. How long are you staying? - আপনি কয়দিন থাকছেন?

34. How much is it? - এটার দাম কত?

35. I can do it - এটা আমি করতে পারব।

36. I can't believe it - আমার বিশ্বাস হচ্ছে না।

37. I can't wait - আমি আর অপেক্ষা করতে পারব না।

38. I don't have the time - আমার কাছে সময় নেই।

39. I don't like it - এটা আমার পছন্দ না।

40. It's the same same - একই কথা বা একই জিনিস।

41. Not yet - এখনো না।

42. It's your turn - এখন আপনার পালা।

43. See you tomorrow - কালকে দেখা হবে।

44. That's enough - যথেষ্ট হয়েছে।

45. Slow down - আস্তে যান বা আস্তে কথা বলেন।

46. Too bad! - এমন কিছু যেটা হয়ে গিয়েছে আর পালটানো যাবে না।

47. You look a bit tired today - আপনাকে আজকে একটু ক্লান্ত লাগছে।

48. Nice to meet you - তোমার সাথে দেখা করে ভালো লাগলো

49. It's a great time with you - আপনার সাথে এটি একটি দুর্দান্ত সময়

50. Thank you very much - অনেক অনেক ধন্যবাদ। 


লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment