SkyIsTheLimit
Bookmark

কলেজ সাময়িকী অনুচ্ছেদ রচনা

কলেজ সাময়িকী

একটি কলেজ সাময়িকী হলাে কলেজের বার্ষিক প্রকাশনা বিশেষ। এটি সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে সম্পাদিত সাহিত্য বিষয়ক বৈচিত্র্যময় কৰ্মাবলি উপহার দেয়। এতে কবিতা, ছােট গল্প ও কৌতুক লেখা হয় এতে অধ্যক্ষের বাণীও থাকে। ম্যাগাজিন কমিটির সব সদস্য যথাযথভাবে স্ব-স্ব কর্তব্য পালন করে আর ফলশ্রুতিতে প্রতিবছর কলেজে একটি চমৎকার ম্যাগাজিন প্রকাশিত হয়। এই ম্যাগাজিন ছাত্রদের জন্য খুব সহায়ক এবং তাদেরকে সাহিত্য বিষবৃক্ষ কাজকর্মে উদ্দীপ্ত করে। এটি শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করে আর চিন্তাশক্তি বাড়ায়। ম্যাগাজিনে নিয়মিত লিখতে একজন ছাত্র ভাষার উপর ভাল দখল অর্জন করতে পারে। এটি শিক্ষার্থীদের ভাবী কবি, গল্প লেখক ও সাংবাদিক হওয়ার সুযােগ প্রদান করে। অতএব প্রত্যেক কলেজের নিজস্ব সাময়িকী থাকা উচিত। সাময়িকীতে ভালাে প্রবন্ধ হিসেবে ছাপার অক্ষরে নিজের কর্মবলি দেখলে আমাদের আনন্দের সীমা থাকে না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment