SkyIsTheLimit
Bookmark

কলেজ কমনরুম অনুচ্ছেদ রচনা

কলেজ কমনরুম

শিক্ষার্থীদের জন্য সহায়ক সুযােগ-সুবিধা প্রদান করে বলে কলেজ কমনরুম তাদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। আমাদের কলেজেও একটি কমনরুম আছে। এটি প্রসম্ভ ও সুসজ্জিত রুম। একটি কমরুম সাধারণত বিনােদনের স্থান হয়। কমনরুমের ভিতরে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ইন্ডাের খেলার সুযােগ পায়। একইভাবে আমাদের কমনরুমে তিনটি টেবিল টেনিস কোর্ট, পাচটি ক্যারাম বাের্ড, অনেকগুলাে দাবা খেলার বােড আছে। তাছাড়া এটি সংবাদপত্র পড়ার চমৎকার স্থান। আমাদের কলেজ কমরুমে অনেক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা এবং অন্যান্য সাময়িকী রাখা হয়। ক্লাসরমে দুটি কিংবা তিনটি পিরিয়ড শেষ করার পর শিক্ষার্থীরা কমনরুমে খেলাধুলা করে কিংবা সংবাদপত্র পড়ে কিংবা বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব করে সময় কাটায়। এটি পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করতে তাদেরকে নব উদ্যম ও উদ্দীপনা যােগায়। যাহােক, একটি কলেজ কমনরুম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment