SkyIsTheLimit
Bookmark

জলবায়ু পরিবর্তন অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ

জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তন বলতে বােঝায় বিশ্বজুড়ে অথবা একটি নির্দিষ্ট স্থানের সুশৃঙ্খল আবহাওয়ার ধরনে পরিবর্তন। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার ধরন সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার ধরন পাল্টায়/ বদলায়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হচ্ছে। পরিবেশ দূষনের কারণে তাপ আ্টকে পড়ার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিই হলাে বৈশ্বিক উষ্ণায়ন । ক্রান্তীয় ঘনবর্ষণ বনাঞ্লু ধ্বংস ও পুড়িয়ে ফেলা, নগরীর রাস্তা বন্ধ করে দেওয়া যানবাহন, শিল্পকারখানার দ্রুত বৃদ্ধি, বাণিজ্যিক পণ্য উৎপাদন ও মােড়কজাত-এর কাজে সিএফসির ব্যবহার, কাপড় ধােয়ার সাবান ব্যবহার ইত্যাদির ফলে এটি ঘটে থাকে। যাহােক, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান আসামি হচ্ছে জীবাশ্ম জ্বালানি ও বৃক্ষরাজি পােড়ানাের ফলে উৎপাদিত কার্বন ডাই-অক্সইড গ্যাস এবং মিথেন ও ক্লোরােফ্লোরােকার্বনের মতাে দূষকগুলাে। প্রাণিজগতের জন্য বৈশ্বিক উষ্চায়ন একটি নিত্য হুমকি হয়ে দাড়িয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেন যে এই শতাব্দীর মধ্যভাগের দিকে তাপমাত্রা প্রায় ৪°সে,-এর মতাে বেড়ে যেতে পারে। এটি মানুষের খাদ্য উৎপাদনের সক্ষমতাকে বিপর্যয়করভাবে কমিয়ে দিতে পারে, বন্যপ্রাণী এবং বনাঞ্ল ধ্বংস করতে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিয়ে উপকূলীয় এলাকা এবং কৃষিজমি প্লাবিত করতে পারে। বাংলাদেশের জন্য ভীতিকর সংবাদ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের এই উচ্চতা বৃদ্ধির ফলে দেশের দক্ষিণাঞলের নিচু এলাকা একদিন পানিতে তলিয়ে যেতে পারে। তাই বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করা জরুরি যাতে করে জলবায়ু পরিবর্তন রােধ করতে সমন্বিত প্রয়াস চালানাে যায় এবং আমাদের দেশের দক্ষিণাঞ্চলকে রক্ষা করা যায়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment