SkyIsTheLimit
Bookmark

বাংলাদেশের একটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ অনুচ্ছেদ রচনা

বন্যা, বাংলাদেশের একটি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ

বাংলাদেশ এমন একটি দেশ যা প্রায় প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়। মনে হয় এসব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশিদের নিত্যসঙ্গী। এজন্য বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদী ভাঙ্গন, অতিবৃষ্টি, এদেশের পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। এখানকার দুর্যোগগুলাের মধ্যে বন্যা সবচেয়ে সচরাচরদৃষ্ট দুর্যোগ । যখন প্রচুর পরিমাণ পানি সাধারণত শুষ্ক থাকে এমন এলাকাকে প্লাবিত করে তখন আমরা তাকে বন্যা বলে থাকি। সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসে বন্যা হয়। এটি মূলত প্রবল বৃষ্টিপাতের কারণে হয়। বন্যা জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে। শস্যাদি, রাস্তাঘাট এমনকি ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। ফলে আক্রান্ত লােকজন নানাভাবে কষ্ট ভােগ করে। তারা গৃহহীন ও অসহায় হয়ে পড়ে আর ঘরবাড়ির ছাদ, গাছপালা, নৌকা ও বেড়িবাধের উপর আশ্রয় গ্রহণ করে। বন্যা শেষ হওয়ার পরও তাদের দুঃখদুর্দশা থেকে যায়। বন্যার পর দুর্ভিক্ষ ও মহামারির প্রাদুর্ভাব ঘটে এবং অনেক জীবন ছিনিয়ে নিয়ে যায়। গতবছর দক্ষিণাঞ্লে ভয়াবহ বন্যা হয়েছিল আর অনেক ঘরবাড়ি ও সম্পদ ধ্বংস করেছিল ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment