SkyIsTheLimit
Bookmark

বাংলাদেশি সংস্কৃতি অনুচ্ছেদ রচনা

বাংলাদেশি সংস্কৃতি

কোনাে সমাজের সকল ধ্যান-ধারণা ও আচরণ পদ্ধতি নিয়েই সে সমাজের সংস্কৃতি গঠিত হয়। ভাষা, সঙ্গীত, ভালােমন্দের ধারণা, কাজকর্ম ও খেলাধুলার পদ্ধতি এবং সমাজে মানুষের তৈরি ও ব্যবহৃত উপকরণ ও অন্যান্য জিনিসপত্র-সবকিছুই সমাজের সংস্কৃতির অংশ। বাঙালিদের নিজেদের একটি সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে। আমাদের নিজেদের ভাষা, সঙ্গীত ও সামাজিক প্রথা রয়েছে যা আমাদের সংস্কৃতি গঠন করে। আমাদের সংস্কৃতির উপকরণবিপুল। এটা জীবণের এক শান্ত সমাহিত ছবির মতাে। লােকগান, যাত্রাপালা, জারিগান, বাউল গান, পুতুল নাচ, বিভিন্ন ধর্মীয় উৎসব, নববর্ষ বা পহেলা বৈশাখ ইত্যাদি আমাদের সংস্কৃতির প্রধান উপাদান। বাংলাদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। আমাদের ভাত ও মাছের মতাে নিজস্ব খাদ্যাভ্যাস এবং লুঙ্গি, জামা, শাড়ি ও ব্লাউজের মতাে পােশাক আছে। কিন্তু ফ্যাশন ও খাদ্যাভ্যাসে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষজন বিদেশি সংস্কৃতির দ্বারা দ্রুত প্রভাবিত হচ্ছে। স্যাটেলাইট চ্যানেলগুলাের দ্বারা প্রভাবিত হয়ে বিনােদন ব্যবসা দিন দিন পশ্চিমাকরণ হচ্ছে। লােকগানগুলাে এখন পশ্চিমা সরঞ্জামের সাহায্যে গাওয়া হচ্ছে। ব্যান্ড ও পপ সঙ্গীত আরাে বেশি জনপ্রিয় হচ্ছে এিভাবে বিদেশি সংস্কৃতি আমাদের ঐতিহ্যগত সংস্কৃতিকে প্রভাবিত করছে। তবে আমাদের উচিত যেকোনাে মূল্যে আমাদের দীর্ঘদিনের সংস্কৃতিকে ধরে রাখা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment