SkyIsTheLimit
Bookmark

একটি জোৎস্নালােকিত রাত অনুচ্ছেদ রচনা

একটি জোৎস্নালােকিত রাত

চাঁদ যখন রাতে আলােকরশ্মি ছড়ায় তখন তাকে জোৎয়ালােকিত রাত বলা হয়। এটা দেখতে খুবই চমৎকার। এ সময় প্রকৃতিকে খুবই আকর্ষণীয় মনে হয়। পশুপাখিরাও এ রাত উপভােগ করে। মানুষ এমন রাতে বিশেষত মেঘমুক্ত রাতে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং তা উপভােগ করে। লােকজন রাস্তা ও খােলা জায়গায় ছুটে যায় এবং প্রকৃতির সৌন্দর্য উপভােগ করে। কেউ কেউ মাঠে বাশি বাজায় আবার অন্য কেউ হয়তাে গান গায় । শিশু ও মহিলারাও জোৎম্নালােকিত রাত উপভােগের জন্য ঘরের বাইরে বেরিয়ে আসে। তারা প্রকৃতির সৌন্দর্য দেখে উত্তেজিত ও আশ্চর্যান্বিত হয়। কবিরা এ রাত নিয়ে কবিতা রচনা করে। তারা তাদের কল্পনা দ্বারা একে বর্ণনা করে। এমনকি, সাধারণ জনগণও এমন পরিস্থিতিতে কবিতা লেখার চেষ্টা করে থাকে। এমন চন্দ্রালােকিত রাত আমাদেরকে রবীন্দ্রনাথের বিখ্যাত “চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে” গানকে স্মরণ করিয়ে দেয়। আমার জীবনে এমন একটি চন্দ্রালােকিত রাতের স্মৃতি রয়েছে যখন আমি গ্রীষ্মের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে ছিলাম। সেই রাতে চাদ উদারভাবে আলােকরশ্মি ছড়াচ্ছিল। চাদের আলাের উজ্জ্বলতা এতই বেশি ছিল যে, মনে হচ্ছিল যেন দিনের আলাে। চাদের আলাের সেই উজ্জ্বলতা দেখে আমাদের আনন্দের সীমা ছিল না। যাহােক, সেই চন্দ্রালোকিত রাতটি ছিল জমকালাে আর অপরূপ সুন্দর একটি রাত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment