SkyIsTheLimit
Bookmark

টপিক জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System-GPS)

গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস হলাে এমন একটি স্যাটেলাইটনির্ভর একমুখী যােগাযােগ ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনাে স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায়। তথ্য প্রযুক্তির এ উৎকর্ষিত প্রযুক্তির ফলে এখন মােবাইলের মাধ্যমে যে কোনাে বস্তু বা যে কোনাে ব্যক্তির অবস্থান যথাযথভাবে নির্ণয়, ট্র্যাকিংসহ আরও নানা সুবিধা উপভােগ করা যায়। জিপিএস প্রতিনিয়ত স্যাটেলাইট থেকে তথ্য গ্রহণ করে পৃথিবীর বিভিন্ন সার্ভারে প্রেরণ করে। বর্তমানে জিপিএস রিসিভারগুলাে তথ্য গ্রহণ ও প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ অ্যাকুরেসি বা নির্ভুলতা প্রদান করে। গাড়ি জাহাজ, অ্যারােপ্লেন, ল্যাপটপ,স্মার্টফোনসহ আধুনিক অধিকাংশ ডিভাইসে জিপিএস রিসিভার সংযুক্ত থাকে। জিপিএস ব্যবস্থা নির্ভর বাংলাদেশি একটি জনপ্রিয় সেবা হলাে ট্রেনের অবস্থান সম্পর্কে আগে থেকে জানতে পারা। নির্দিষ্ট মােবাইল অপারেটরের মাধ্যমে মেসেজ পাঠিয়ে বাংলাদেশ রেলওয়ের ভ্রমণরত অবস্থায় যে কোনাে ট্রেনের সুনির্দিষ্ট ও নির্ভুল অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এর ফলে ট্রেনের প্যাসেঞ্জাররা এ অনুযায়ী স্টেশনে গমন করতে পারে। জনপ্রিয় এ সেবাটি বাংলাদেশের গ্রামীণ ফোন ও রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহার করে প্রদান করা হয়ে থাকে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment