SkyIsTheLimit
Bookmark

গ্রন্থাগার স্থাপনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় একটা আবেদন পত্র

১লা জুন, ২০১৭
বরাবর
সম্পাদক
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন, ২৪/এ, রাশেদ খান মেনন রােড, 
নিউ ইস্কাটন রােড, ঢাকা 
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন। 
জনাব,  
আপনার বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদপত্র দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতার্থ হব। 
নিবেদক 
আবুল কালাম আজাদ 
কেরানীগঞ্জ, ঢাকা 
গ্রন্থাগার স্থাপনের আবেদন 
ঢাকা জেলার অন্তর্গত কেরানিগঞ্জ একটা জনবহুল ও বর্ধিষ্ণু এলাকা। এখানে প্রায় চল্লিশ হাজার লােকের বাস। এখানে একটা বাজার, একটা হাইস্কুল, একটা মাদ্রাসা রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এলাকায় কোনাে গ্রন্থাগার নেই। জ্ঞানপিপাসুদের কষ্ট করে অন্যত্র গিয়ে বইপত্র পাঠ করতে হয়। অথচ এলাকায় একটা গ্রন্থাগার থাকলে সাধারণ 1. মানুষসহ শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে বিশেষভাবে উৎসাহী হতাে এবং নিজেদের সুযােগ্য নাগরিক হিসেবে গড়ে তােলার সুযােগ পেত। এ ব্যাপারে বিভিন্ন মহল থেকে দু-একবার উদ্যোগ নেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবরূপ লাভ করেনি। আলােকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের কোনাে বিকল্প নেই। 
অতএব, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 
আবুল কালাম আজাদ 
কেরানীগঞ্জ, ঢাকা 
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment