SkyIsTheLimit
Bookmark

ডেঙ্গুজ্বরের প্রতিকারের আবেদন জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা আবেদন পত্র

৪ঠা মে, ২০১৭
বরাবর
সম্পাদক
প্রথম আলাে
সিএ ভবন, ১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ 
কাওরায়ান বাজার, ঢাকা-১২১৫ 
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন। 
জনাব, 
আপনার বহুল প্রচারিত 'প্রথম আলাে' পত্রিকার চিঠিপত্র বিভাগে নিম্নোক্ত চিঠিটি প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব। 
নিবেদক 
হুমায়ুন কবির 
বাগেরহাট সদর 
ডেঙ্গুজ্বরের প্রতিকার চাই 
বিগত কয়েকদিন ধরে বাগেরহাট সদর ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ ব্যাপকহারে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।। ইতােমধ্যে ৫ জন শিশু মারা গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এডিস মশা নিধনের কোনাে ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়া এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানাের কোনাে উদ্যোগও গ্রহণ করা হয়নি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এমতাবস্থায় ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষা পেতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। 
এলাকাবাসীর পক্ষে 
হুমায়ুন কবির 
বাগেরহাট সদর 
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment