নিদ্রিত আছেন সুখে জীবলীলা শেষে, 
তাদের শােণিত, অস্থি সকলি এখন 
তােমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে; ? 
তােমার ধূলিতে গড়া এ দেহ আমার 
তােমার ধূলিতে কালে মিশাবে আবার।
সারমর্ম: আমাদের পূর্বপুরুষগণ এ দেশের মাটিতে সুখে জীবন কাটিয়ে মাটিতে মিশে গেছেন। আমাদের জীবনও  এ মাটিতেই গড়া। মৃত্যুর পর আমাদের দেহও এ মাটিতে মিশে যাবে।






Post a Comment