SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: তােমারি ক্রোড়েতে মাের পিতামহগণ নিদ্রিত আছেন সুখে জীবলীলা শেষে

তােমারি ক্রোড়েতে মাের পিতামহগণ
নিদ্রিত আছেন সুখে জীবলীলা শেষে,
তাদের শােণিত, অস্থি সকলি এখন
তােমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে; ?
তােমার ধূলিতে গড়া এ দেহ আমার 
তােমার ধূলিতে কালে মিশাবে আবার।
সারমর্ম: আমাদের পূর্বপুরুষগণ এ দেশের মাটিতে সুখে জীবন কাটিয়ে মাটিতে মিশে গেছেন। আমাদের জীবনও  এ মাটিতেই গড়া। মৃত্যুর পর আমাদের দেহও এ মাটিতে মিশে যাবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment