SkyIsTheLimit
Bookmark

যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা ভাবসম্প্রসারণ

"যত বড় হােক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আকা আমি ভালবাসি মাের ধরণীর প্রজাপতিটির পাখা।"

মূলভাব : নিকটে অবস্থানরত কোন বস্তুর অল্প সৌন্দর্যে মনােনিবেশ করে যে আত্মতৃপ্তি লাভ করা যায়, দূরে অবস্থানরত অধিকতর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এরূপ আত্মতৃপ্তি লাভ করা যায় না।

সম্প্রসারিত-ভাব : বহু দূরের সৌন্দর্যের চেয়ে কাছের সৌন্দর্য বেশি সুখকর ও সহজেই উপভােগ্য। হাতের কাছে যা সহজে। পাওয়া যায় তাকে অবহেলা না করে তার যথাযথ মূল্যায়ন করলে যথার্থ সুখ পাওয়া যায়। অন্যদিকে বহু দূরে যার অবস্থান তার প্রতি অনুরাগ প্রকাশ করলে তা থেকে আনন্দ লাভ কঠিন। কারণ, দূরের যা কিছু তা দূরেই থাকে। জীবনের কাছাকাছি যা রয়েছে তার মূল্য আছে। যা শুধু কল্পনার বা দূরের জগতের জিনিস তার প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করার কোন সার্থকতা নেই। সাত রঙের সুন্দর ইন্দ্রধনু আকাশে উঠলে তা অপরূপ সৌন্দর্যমণ্ডিত হয়ে মানুষের চোখে ধরা দেয় কিন্তু তা দূরেই থেকে যায়। অপরদিকে প্রজাপতি ছােট হলেও তার রঙিন পাখার সৌন্দর্য মানুষের দোরগােড়ায় অবস্থান করে। কাছের বলে প্রজাপতির সৌন্দর্য আনন্দের সীমিত উৎস হয়ে ধরা দেয়। তাই মানুষের উচিত জীবনের কাছাকাছি তথা বাস্তব জীবনের সৌন্দর্য উপভােগ করা। এতে মর্তজীবনের প্রতি মানুষের প্রেমের পরিচয় পাওয়া যায়। দূরে অবস্থানরত অধিক সুন্দরের প্রতি আকৃষ্ট না হয়ে কাছের অল্প সুন্দরের প্রতি মুগ্ধ হওয়াই জ্ঞানীর কাজ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment