SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাঁকাইয়া তােলে।”

মূলভাব : নাম মানুষের প্রধান বিচার্য বিষয় নয়, গুণই মানুষের, প্রধান বিচার্য বিষয়।
সম্প্রসারিত-ভাব : পিতা-মাতা যথেষ্ট চিন্তা-ভাবনা করে পুত্র কন্যার নাম রাখেন। নামের প্রতিই তাদের সবচেয়ে বেশি ঝোক দেখা যায়। সন্তানের জীবনে নামের মর্যাদা রক্ষিত হােক-এমনটি কামনা করে তারা বিভিন্ন মহাপুরুষদের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করেন। কিন্তু পিতা-মাতা বা গুরুজনদের এ বাসনা সবসময় পূর্ণ হয় না। অনেক সময় এ নাম কানা ছেলের নাম “পদ্মলােচন” এর মতই অর্থহীন হয়ে পড়ে। আবার মাঝে মধ্যে এমনও দেখা যায় যে, চেষ্টা ও চরিত্রগুণে মানুষ অনেক সময় তার অনুত্তম নামকেও গৌরবান্বিত ও মর্যাদাশীল করে তুলেন। তখন ঐ নামই পরবর্তীকালে শুতিমধুর এবং বৈশিষ্ট্যপূর্ণ হয়ে মাতা-পিতার মুখ উজ্জ্বল করে। বস্তুত গুণই মানুষের প্রধান আলােচ্য বিষয়। গুণের দ্বারাই মানুষ পৃথিবীতে অমর হয়ে বেঁচে থাকেন। তাদের কর্ম এবং নাম হয় মানুষের কাছে স্মরণীয় এবং বরণীয়। গােলাপকে যে নামেই ডাকা হােক না কেন তা ঠিক মত গন্ধ বিতরণ করে মানব চিত্তকে বিমুগ্ধ করবেই। নাম কিংবা বংশ পরিচয়ই বড় নয়। কর্মফলই নামকে স্মরণীয় করে রাখে‌।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment