SkyIsTheLimit
Bookmark

সারাংশ: কীসে হয় মর্যাদা? দামি কাপড়, গাড়ি, ঘােড়া, না ঠাকুরদাদার কালের উপাধিতে

কীসে হয় মর্যাদা? দামি কাপড়, গাড়ি, ঘােড়া, না ঠাকুরদাদার কালের উপাধিতে? না- মর্যাদা এইসব জিনিসে নাই । আমি দেখতে চাই তােমার ভিতর, বাহির, অন্তর। আমি দেখতে চাই, তুমি চরিত্রবান কিনা, তুমি কঠিন সত্যের উপাসক কিনা? তােমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরােয়, তােমায় দেখলে দাস-দাসী দৌড়ে আসে, প্রজারা তােমায় দেখে সন্ত্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খােলাও, তুমি দিনের আলােতে মানুষের টাকা আত্মসাৎ করাে। বাপ-মা-শ্বশুর-শাশুড়ি তােমায় আদর করেন। আমি তােমায় অবজ্ঞায় বলব- যাও।
সারাংশ: ধন-সম্পদ আর প্রতাপ-প্রতিপত্তির প্রভাবে সমাজে মানুষের মর্যাদা বাড়ে না। সত্যের উপাসক ও সচ্চরিত্রবান মানুষই মর্যাদাশীল।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment