SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: সিন্ধুতীরে খেলে শিশু বালি নিয়ে খেলা, রচি গৃহ হাসি-মুখে ফিরে সন্ধ্যা বেলা

সিন্ধুতীরে খেলে শিশু বালি নিয়ে খেলা,
রচি গৃহ হাসি-মুখে ফিরে সন্ধ্যা বেলা।
জননীর, অস্কোপরে! প্রাতে ফিরে আসি,
হেরে-তার গৃহখানি কোথা গেছে ভাসি। 
আবার গড়িতে বসে সেই তার খেলা, 
ভাঙা আর গড়া নিয়ে কাটে তার বেলা।
এই যে খেলা- হায় এর আছে কিছু মানে? 
যে জন খেলায় খেলা, সেই বুঝি জানে।
সারমর্ম: ভাঙাগড়ার খেলাই হচ্ছে এ পৃথিবীর নিয়ম। সৃষ্টির শুরু  থেকেই চলছে এ খেলা। মানবজীবনের চলমানতা ও গতি বিশ্বস্রষ্টার এ খেলার মধ্যেই নিহিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment