সম্প্রসারিত-ভাব : নিজের ভােগ-বিলাসের জন্য দুর্দমনীয় বাসনাই লােভ। আমাদের চারপাশে সর্বত্র লােভের হাতছানি। অর্থ, বিত্ত, খ্যাতি, প্রতিষ্ঠা প্রভৃতির প্রতি মানুষের প্রচণ্ড লােভ। লােভে মানুষ পরিণামের কথা চিন্তা না করে এমন সব কাজ করে যা আইনের চোখে দণ্ডনীয় ফলস্বরূপ বরণ করে নেয় জীবনের করুণ পরিণতি। লােভের মায়াজালে আচ্ছন্ন হয়ে মানুষ তার মা, বাবা, ভাই-বােন সবাইকে অবজ্ঞা করে। স্বীয় বাসনা পূর্ণ করার জন্য সবাইকে ভুলে যেতে দ্বিধাবােধ করে না। টাকার মােহ তাকে পাগল করে তােলে। লােভ মানব জীবনের বড় শত্রু। লােভকে এজন্য পাপের আধার বলা যেতে পারে। তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে-লােভ, অহংকার এবং হিংসা। একটি মানুষ আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর সৃষ্টির সেরা জীব। কিন্তু স্বয়ং আল্লাহও লােভীদের পছন্দ করেন না। লােভ আর স্বার্থবুদ্ধির দ্বারা তাড়িত হয়ে মানুষ ভাইকে, বন্ধুকে হত্যা করেছে। পরিণামে নিজের আত্মহননের পথ নিজেই তৈরি করেছে। এ কথা সত্য যে লােভের পথে পা দিলে একদিন তার মৃত্যু হবেই। লােভ মানুষকে জঘন্য পথে ক্রমশ তাড়িত করে। বেশি লােভ করা ভালাে না। কথায় আছে- 'অতি লােভে তাঁতী নষ্ট। আর এভাবেই লােভী ব্যক্তি পথভ্রষ্ট হয়। সে অন্যায় অসত্য আর পাপের পথে ধাবিত হয়ে অকাল মৃত্যুর মুখােমুখি হয়। পরিণামে নেমে আসে ভয়ংকর মৃত্যু লােভকে বর্জন করতে হবে। তবেই জীবন সুন্দর হবে, সার্থক হবে। নির্লোভ জীবনের মাঝেই নিহিত আছে প্রকৃত সুখ। ও ভক্তি অর্জন করে। তাই আমাদের প্রত্যেকের উচিত লোভ লালসা পরিহার করা।
লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ
Sraboni
... min to read
Listen
2 comments