SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: আঠারাে বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত ; একে একে হয় জড়াে

আঠারাে বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত ; একে একে হয় জড়াে,
এ বয়স কালাে লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাপে বেদনায় থরােথরাে।
তবু আঠারাের শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, 
বিপদের মুখে এ বয়স অগ্রণী 
এ বয়স তবু নতুন কিছু তাে করে।
সারমর্ম:  আঠার বছরের দুর্বার বয়সেই মানুষ পথে প্রান্তরে ছুটে তুফানের মত। জটিল বিপদ ও দুর্যোগ মােকাবেলা করতে না পেরে অনেকে ক্ষতবিক্ষত হয়, দীর্ঘশ্বাস ছাড়ে, অনেকে বেদনায় থরথরিয়ে কাপে। আবার অনেকেই এ বয়সে একটা নতুন কিছু করতে দুর্যোগ আর ঝড়ে রােমাঞ্চিত বুকে ঝাঁপিয়ে পড়ে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment