SkyIsTheLimit
Bookmark

বহুমূল্য পরিচ্ছদ রতন ভূষণ নরের মহত্ত্ব নারে করিতে বর্ধন, জ্ঞান পরিচ্ছদ আর ধর্ম অলঙ্কার করে মাত্র মানুষের মহত্ত্ব বিস্তার ভাবসম্প্রসারণ


বহুমূল্য পরিচ্ছদ রতন ভূষণ নরের মহত্ত্ব নারে করিতে বর্ধন, জ্ঞান পরিচ্ছদ আর ধর্ম অলঙ্কার করে মাত্র মানুষের মহত্ত্ব বিস্তার 

মূলভাব : বহু দামী পােশাক আর দামী অলঙ্কার পরলে মানুষ মহৎ হয়ে না। মানুষের মহত্ত্ব তার জ্ঞান-গরিমার মধ্যে, তার ধর্মীয় উৎকর্ষের মধ্যে। এগুলােই যথার্থ মানুষের পােশাক আর অলঙ্কার। বাহ্যিক ভূষণ নয়, হৃদয় সৌন্দর্যই মানুষের যথার্থ পরিচয়।

সম্প্রসারিত-ভাব : মানুষের হৃদয় হল যাবতীয় সুখ ও কল্যাণের আধার। জ্ঞান, পাণ্ডিত্য, মনীষা, মেধা, প্রজ্ঞা, মাহাত্ম্ মানুষের হৃদয়কে সুন্দর করে তােলে। তােলে। মানুষের হৃদয়ের সৌন্দর্যের বাহ্যিক প্রকাশ ঘটে তার সামগ্রিক আচরণে। তার শিক্ষা ও মহত্ত্বের প্রকৃষ্ট পরিচয়ই রয়েছে তার স্বভাবে ও আচরণে। পোশাক মানুষকে বড় করে না। পােশাক বাহ্যিক আ বরণ মাত্র, তাতে মানুষের প্রকৃত পরিচয় বিধৃত হয় না। জ্ঞানী মানুষেরাই হলেন জগতের অলংকার। এরাই জগতের যাবতীয় কল্যাণ ও মঙ্গল সাধন করেছেন। এদের জীবনাচরণের মধ্যেই সত্যিকারভাবে ধর্মের বিকাশ ঘটেছে। এ ধর্ম সঙ্কীর্ণ অর্থে কোন ধর্ম নয়। এ ধর্ম বৃহত্তর অর্থে জগৎ ও জীবনের কল্যাণ। প্রকৃতপক্ষে, জ্ঞানই হল প্রকৃত ধর্মের পরিচায়ক ও মানুষের সত্যিকারের পােশাক। জ্ঞান ও ধর্মই হল মনুষত্বের মহিমা, মানব জীবনের প্রকৃত স্বরূপ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment