সম্প্রসারিত-ভাব : মানুষের জীবনের চলার পথ কুসুমাস্তীর্ণ নয়। প্রতি মুহূর্তে মানুষকে নানা প্রতিকূল অবস্থার সাথে সংগ্রাম করে অগ্রসর হতে হয়। চলার পথে মানুষের জীবনে এমন কঠিন সমস্যা আসে যখন সাফল্যের আর কোন আশা নেই বলেই মনে হতে পারে। এতে যদি আমরা ভীত হই, পথ চলার সাহস হারিয়ে ফেলি তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে। বরং এসব বাধা-বিপত্তি তুচ্ছ করে প্রবল সাহসে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে। একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিয়ে বসে থাকা যাবে না। কেননা, Failure is the piller of success. পৃথিবীতে যেসব মানুষ সার্থকতার সর্বোচ্চ শিখরে আরােহণ করেছেন, যাদের নাম পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের জীবনী পর্যালােচনা করলে আমরা দেখবাে কঠিন সাধনার পরে তারা সার্থকতা লাভ করেছেন। এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (স)। কাফেরদের প্রবল পর বিরােধিতা, নির্যাতনে তিনি যদি পিছ পা হতেন তাহলে ইসলাম আজ বিশ্বব্যাপী প্রসারিত হত না। তাই একবার ব্যর্থ হলেই চলা থামিয়ে না দিয়ে নতুন করে আবার শুরু করাই মানুষের কর্তব্য হওয়া উচিত। কেননা, জীবনে যে কোন জিনিস পেতে হলে প্রয়ােজন তপস্যা ও সাধনা।
মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে ভাবসম্প্রসারণ
Sraboni
... min to read
Listen
মূলভাব : সংগ্রামমুখর মানব জীবনের বিভিন্ন ধাপে নানা বাধাবিঘ্ন আসে। এতে ভয় পেয়ে সাহস হারালে জীবনের কাম্য লক্ষ্যে পৌছানাে যায় না। বরং এসব বাধা তুচ্ছ করে এগিয়ে গেলেই সার্থকতা লাভ করা যায়। কেননা, অন্ধকারের যেমন আলাে আসে, তেমনি ব্যর্থতার পরেই আসে সফলতা।
Post a Comment