SkyIsTheLimit
Bookmark

ছােট ভাইকে বই পড়ার উৎসাহ দিয়ে একটি চিঠি লেখাে

কাজলা, রাজশাহী
২৮শে সেপ্টেম্বর, ২০১৭
প্রিয় রাফসান, 
ভালােবাসা নিও। ভালাে আছাে নিশ্চয়? গত সপ্তাহে তােমার চিঠিতে জানতে পারলাম তােমার পরীক্ষার ফল বের হয়েছে এবং তুমি প্রথম হয়েছ। আমি জানি তুমি মেধাবী ছাত্র এবং পরীক্ষায় ভবিষ্যতে আরও ভালাে করবে। কিন্তু শুধু শ্রেণিপাঠ্যের জন্য নির্ধারিত বই পড়লেই হবে না, এর বাইরেও বই পড়তে হবে। ইতিহাস, দর্শন, বিজ্ঞানবিষয়ক বইয়ের পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস পাঠ করবে। আমাদের দেশের লেখক ছাড়াও বিদেশি লেখকদের বই পাঠ করবে। এসব বই শুধু তােমার অবসর ও আনন্দের সঙ্গী হবে না, তােমার জ্ঞান অর্জনে অনেক সহায়ক হবে। আমাদের দেশের ইতিহাস জানা ছাড়াও অন্য দেশের ইতিহাস পাঠ করবে। উপদেশমূলক বই তােমাকে নৈতিক চরিত্রের অধিকারী করবে। তুমি বাবা-মাকে বলে খুব শীঘ্রই কিছু বই কিনে নাও ও সাধারণ লাইবেরির সদস্য হয়ে যাও। মা-বাবা কেমন আছেন আমাকে চিঠি লিখে জানাবে । সময়ের সদ্বব্যবহার করবে নিজের যত্ন নিও, ভালাে থেকো। 
ইতি 
তােমার বড় ভাই 
রায়হান 
* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    19 March, 2025
    খুব বালো
    Reply