SkyIsTheLimit
Bookmark

বই পড়ার আনন্দ জানিয়ে তােমার বন্ধুকে একখানা পত্র লেখাে

রংপুর
৮ই ফেব্রুয়ারি, ২০১৭
প্রিয় সুমন, 
আশা করি ভালাে আছ। তােমার পাঠানাে গত চিঠিতে জানতে পারলাম তুমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ' পড়তে শুরু করেছ। তােমার এ সংবাদ পেয়ে আমার খুব ভালাে লেগেছে। কারণ আমিও বই পড়তে পছন্দ করি। তুমি জানে যে, বই পড়ইে আমি আমার অবসর সময়গুলাে কাটাই। ভ্রমণকাহিনীমূলক বইগুলাে আমাকে বেশি আনন্দ দেয়। এই বইগুলাে পড়ে আমি দেশি-বিদেশি বিভিন্ন মানুষের জীবনযাত্রা ও নতুন নতুন স্থান সম্পর্কে জানতে পারি। এটি আমার আরও জানার ও দেখার আগ্রহকে বাড়িয়ে দেয়। পাশাপাশি আমার মনকে প্রফুল্ল করে। এছাড়াও আমি অন্যান্য বইও পড়ে থাকি। এভাবেই বই আমাকে বিভিন্ন সময় আনন্দ, উৎসাহ আর জানার আগ্রহে মাতিয়ে রাখে। আজ আর বেশি কিছু লিখছি না, 'গল্পগুচ্ছ' বইটি পড়ে তােমার কেমন লেগেছে আমাকে জানাবে। 
ইতি- 
মানিক 
* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment