SkyIsTheLimit
Bookmark

সারাংশ: কোনাে সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তােমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস করাে

কোনাে সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তােমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস করাে এবং সকল পণ্ডিতকে হত্যা করাে, তােমার উদ্দেশ্য সিদ্ধ হবে। লেখক, সাহিত্যিক ও পণ্ডিতরাই জাতির আত্মা। এ আত্মাকে যারা অবহেলা করে, তারা বাঁচে, না। দেশকে বা জাতিকে উন্নত করতে চেষ্টা করলে, সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। মানব মঙ্গলের জন্যে যত অনুষ্ঠান আছে, তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভেতর সাহিত্যের ধারা সৃষ্টি করাে, আর কিছুর আবশ্যকতা নেই।
সারাংশ: সাহিত্য জাতির প্রাণশক্তি। তেমনি লেখক, সাহিত্যিক ও পণ্ডিত ব্যক্তিরা জাতির বিবেক ও আত্মা। সাহিত্য ও সাহিত্যিকদের জাতীয় সম্পদ রূপে মূল্যায়ন না করলে জাতীয় উন্নতি ও মানবকল্যাণ ব্যাহত হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment