SkyIsTheLimit
Bookmark

রচনা চকুচ্ক করলেই সােনা হয় না।

মূলভাব : বাইরের চাকচিক্য ও সাজসজ্জা দেখে কোনাে কিছুকে গুণসম্পন্ন বা মূল্যবান মনে করা উচিত নয়।
সম্প্রসারিত-ভাব : বিশ্ব সংসারে আপাত সুন্দর অন্তঃসারশূন্য বস্তুর অভাব নেই। সর্বত্রই নকল অসার আড়ম্বরপূর্ণ বস্তু ছড়িয়ে আছে। যা সহজে চেনা বা জানা কঠিন। যেমন—মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভেতরে শুধু ছাই। তাই কুহেলিকায় মুগ্ধ হয়ে অজ্ঞান মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানব জীবনকে তুচ্ছ করে দেয়। স্বর্ণ মূল্যবান ধাতু এটা দেখতে খুব উজ্জ্বল। তামা এবং পিতলকে ভালােভাবে ঘষামাজা করলে সােনার মতাে উজ্জ্বল দেখায়। তাই বলে সেগুলাে সােনার মতাে দামি নয়। এ রকম আমাদের জগৎ সংসারে অনেককে বাইরের রূপ দেখে প্রকৃত রূপ মনে করা ঠিক নয়। ইংরেজিতে প্রবাদ আছে "All that gliters is not gold." কোনাে ব্যক্তি মুখে ধর্মের বুলি উচ্চারণ করলেই সে ধার্মিক হবে এমন ভাবা ঠিক নয়। অনেক সময় স্বার্থ সাধন ও গুণবান ব্যক্তির মতাে অভিনয় করে। সুতরাং মিথ্যা মূল্যহীন। চকচকে বস্তুর প্রতি আকৃষ্ট না হয়ে রূপহীন প্রতিভাবান ব্যক্তির অন্বেষণ করাই জ্ঞানীর কাজ। চাকচিক্য মানুষের আসল পরিচয় নয়। কেননা, চকচক করলেই তা দেখে সােনা ভাবা বুদ্ধিমানের বৈশিষ্ট্য নয়। এমন মনে করলে ব্যক্তিগত ও সমাজজীবনে দুঃখের সীমা থাকবে না‌।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment