SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ জ্ঞানহীন মানুষ পশুর সমান।

মূলভাব : আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। জ্ঞান-বুদ্ধি, বিবেক- বিবেচনা আছে বলেই মানুষ সৃষ্টির সেরা জীব। আর যার জ্ঞান নেই সে পশুর সমান। 
সম্প্রসারিত-ভাব : জ্ঞান মানুষের জীবনে হিরন্ময় শিখার মতাে এক অনন্য মানবীয় গুণ।। জীবনের অভিজ্ঞতা থেকে মানুষের জ্ঞানের উন্মেষ ঘটে। যা পশুর বা অন্য কোন প্রাণীর মধ্যে অনুপস্থিত। প্রতিটি মানুষের মাঝেই বিবেক থাকে। জ্ঞান চর্চার মাধ্যমে তা বিকশিত করতে হয়। অর্জিত জ্ঞানের বলে মানুষ তার ভাল-মন্দ, ন্যায়-অন্যায় বিচার করতে শিখে। জ্ঞান মানুষকে সােনালী পথের নির্দেশনা দেয়। জ্ঞানহীন মানুষ কোন দিন সাফল্য লাভ করতে পারে না। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে তাকে জ্ঞানার্জন করতেই হবে। জ্ঞানের দ্বারা মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। অপর দিকে জ্ঞানহীন মানুষ পশুশক্তির তাড়নায় জর্জরিত হয়ে কুপথে ধাবিত হয়। তার মধ্যে আর ভালাে-মন্দ, ন্যায়-অন্যায় বিচার কাোধ কাজ করে না। পশুসুলভ আচরণে সে অভ্যস্থ হয়ে পড়ে। নিজস্ব স্বকীয়তা হারিয়ে সে অন্ধকারে ধুকে ধুকে মৃত্যুবরণ করে। দার্শনিক প্লেটোর ভাষায়, "অজ্ঞ থাকার চেয়ে পৃথিবীতে না জন্মানােই ভাল, কারণ অজ্ঞতা সব দুর্ভাগ্যের মূল।” পশুর বিবেক নেই, তাই সে খেয়ে পরে বাঁচাকেই জীবনের ধর্ম মনে করে। অনুরূপ জ্ঞানহীন মানুষ কুপ্রবৃত্তির দাসত্বে নিমগ্ন থাকে। তাই দেখা যাচ্ছে, জ্ঞানহীন মানুষ আর পশুর মধ্যে কোন পার্থক্য নেই।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment