SkyIsTheLimit
Bookmark

বাংলাদেশের কাব্য সাহিত্য রচনা

বাংলাদেশের সাম্প্রতিক কাব্য
বা বাংলাদেশের কবি ও কাব্য

ভূমিকা : বাংলাদেশ কবিতার দেশ। এ দেশের কাব্য কবিতার ঐতিহ্য হাজার বছরেরও পুরাতন। এ পুরাতন ঐতিহ্যের ধারায় সপ্তম শতকের মাঝামাঝি সময়ে কাব্যের যে জয়যাত্রা শুরু হয়েছিল, তা অগণিত কবির কলকণ্ঠে মুখরিত হয়ে বর্তমান কালে। এসে উপনীত হয়েছে। বাংলাদেশের কাব্য সে ঐতিহ্যেরই অনুসারী। বিগত ত্রিশ বছরের মত সময়ের পরিধি জুড়ে এদেশের কাব্যের যে বিচিত্র বিকাশ ঘটেছে, তা থেকেই এদেশের বর্তমান কাব্য-সাহিত্যের গতি প্রকৃতি নির্ণীত হয়‌।

বাংলাদেশের কবি ও কাব্য : বাংলাদেশের কাব্য ক্ষেত্রে যারা সবিশেষ কৃতিত্বের অধিকারী, তাঁদের অনেকেই সে বৃটিশ আমল থেকে কাব্য চর্চায় নিয়ােজিত ছিলেন এবং আধুনিক বাংলা কাব্যের ধারায় তাঁরা আগে থেকেই খ্যাতি অর্জন করেছিলেন। তাদের মধ্যে কবি গােলাম মােস্তফা ও শাহাদৎ হােসেনের নাম উল্লেখযােগ্য। এ পর্যায়ের অন্য আর একজন কবি হচ্ছেন। কবি ফররুখ আহমদ। তারা স্ব স্ব কাব্য রচনার মাঝে আপন ঐতিহ্য ও ভাবধারায় সমুন্নত। কবি জসীম উদ্দিন দীর্ঘদিন ধরে কাব্যচর্চা করেছেন। পল্লী কবি হিসেবে তিনি বাংলা কাব্য সাহিত্যে বিশেষ স্বাতন্ত্র্য মণ্ডিত। তাঁর নকসী কাথার মাঠ', 'সুজন বাদিয়ার ঘাট’, ‘রঙ্গিলা নায়ের মাঝি বাংলাদেশের পল্লীজীবনের পটভূমিকায় রচিত।
কবি শামসুর রাহমান আধুনিক কবিদের মধ্যে শীর্ষ স্থানীয়। তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, ‘রৌদ্র করােটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘নিরালােকে দিব্যরথ’, ‘নিজ বাসভূমে’, বন্দী শিবির থেকে’, দুঃসময়ের মুখােমুখী ইত্যাদি আহসান হাবিব অন্য একজন বিশিষ্ট কবি। তাঁর ছায়া হরিণ, সারা দুপুর, 'রাত্রিশেষ প্রভৃতি বিশিষ্ট কাব্যগ্রন্থ। কবি আবদুল কাদির একজন ছন্দাসিক কবি। সনেট রচয়িতা কবি হিসেবেও তিনি সর্বাধিক পরিচিত। 'দিলরুবা, 'উত্তর বসন্ত', 'সনেট শতক তাঁর উল্লেখযােগ্য কাব্য। কবি আবুল হােসেন অন্য একজন বিশিষ্ট কবি। 'নববসন্ত' তাঁর কাব্যের নাম। বন্দীর; বাঁশী বৈশাখী প্রভূতি কাব্যগ্রন্থের রচিয়তা কবি বেনজির আহাম্মদ। কবি বন্দে আলী মিয়া 'কাব্য বীথিকা, ময়নামতির চর, 'পদ্মানদীর চর', প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন। কবি কাজী কাদের নেওয়াজ মরাল, নীল কুমুদী কাব্যের রচয়িতা। আ. ন. ম. বজলুল রশিদ 'মরুসূর্য, ‘ পান্থবীনা প্রভৃতি কাব্য রচনা করেন। কবি তসলিমা হোসেন 'দিশারী, শাহীন কাব্য গ্রন্থের রচয়িতা। বেগম সুফিয়া কামাল মহিলা কবিদের মধ্যে শীর্ষস্থানীয়া। তাঁর 'সাঁঝের মায়া, "মায়া কাজল, 'মন ও মৃত্তিকা, 'দীওয়ান', প্রশান্তি ও প্রার্থনা প্রভৃতি উল্লেখযােগ্য কাব্য। অপরাপর মহিলা কবিগণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মাহমুদা খাতুন সিদ্দিকা, লতিফা হিলালী, জাহানারা আরজু প্রমুখ। সৈয়দ আলী আহসান পাশ্চাত্য আধুনিক কাব্যধারায় ভাবপুষ্ট বাংলাদেশের সাম্প্রতিক কাব্যধারার অত্যাধুনিক কবি। তাঁর 'চাহার দরবেশ,'অনেক আকাশ', একক সন্ধায় বসন্ত', 'সহসা সচকিত', 'উচ্চারণ প্রভৃতি উল্লেখযোগ্য কাব্য। 'তালেব মাস্টার ও অন্যান্য কবিতার কবি ডঃ আশরাফ সিদ্দিকী। কবি সানাউল হক নদী ও মানুষের কবিতা, সম্ভব অনন্যা প্রভৃতি কাব্য রচনা করেন। সামান্য ধন সর্যের সিডি কার্যের কবি আবদুল গনি হাজারী। ডঃ আলাউদ্দিন আল আজাদ মানাচিত্র, "ভােরের নদীর মােহনায় জাগরণ, সূর্য জলার সােপান প্রভৃতি কাব্যের রচয়িতা। কালের কলস, "লােক লােকান্তর, 'সােনালী কাবিন প্রভৃতি কাব্যের কবি আল মাহমুদ। সৈয়দ শামসুল হক 'একদা এক রাজ্যে', 'বৈশাখে রাচত পংক্তিমালা কাব্যে স্বকীয়তা দেখিয়েছেন।
বাংলাদেশের অন্যান্য কবিদের মধ্যে উল্লেখযোগ্য আবু জাফর ওবায়দুল্লাহর সাত নরীর হার, 'কখনও রং কখনও সুর কমলের চোখ; হাসান হাফিজুর রহমানের 'বিমুখ প্রান্তর, 'অন্তিম শরের মত'; মুহাম্মদ মাহফুজুল্লাহর 'জুলেখার মন অন্ধকারে একা; মােহাম্মদ মনিরুজ্জামানের দুর্লভ দিন', প্রত্যাশা; ওমর আলীর এদেশে শ্যামল রং রমণীর নাম শুনেছি'; আবদুস সাত্তারের 'আমার ঘর, 'নিজের বাড়ী', জিয়া হায়দারের 'এক তারাতে কান্না', ফজল শাহাবুদ্দিনের তৃষ্ণার অগ্নিতে একা’, আবু হেনা মােস্তফা কামালের 'আপন যৌবন বৈরী’; আবু বকর সিদ্দিকীর ধবল দুধের সরগ্রাম', হায়াত মাহমুদের ‘স্বাগত সংলাপ, মাহমুদ তালুকদারের "জন্মের দক্ষিণা শহীদ কাদরীর উত্তরাধিকার, 'আবদুল মান্নান সৈয়দের জন্মন্ি কবিতাগুচ্ছ'; রফিক আজাদের সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, নির্মলেন্দু গণের 'প্রেমাংশুর রক্ত চাই, কবিতা অমমাহসত রমণী, হুমায়ুন কবিরের 'কুসুমিত ইস্পাত', সাযযাদ কাদিরের যথেচ্ছ ধ্রুপদ, আবু কায়সারের আমি খুব একটি লাল গাড়িকে’ আসাদ চৌধুরীর তবক দেওয়া পান, মাহমুদ শফিকের কোকিলের বাণিজ্য ভবন, মহাদেব সাহার এ গৃহ এ সন্ন্যাস, ফরহাদ মাহাযাবের খােকন ও তার প্রতি পুরুষ’, আবুল হাসানের রাজা যায় রাজা আসে, হুমায়ুন আজাদের অলৌকিক স্টিমার, প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসমস্ত কাব্যে তাঁরা স্ব স্ব কবি প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

উপসংহার : বাংলাদেশের কাব্য সাহিত্য বর্তমানে যথেষ্ট সম্প্রসারণশীল। আধুনিক বিশ্ব সাহিত্যের সাথে ঘনিষ্ঠ যােগাযোগ, স্বাধীন দেশের নতুন চেতনাবােধ এবং বাস্তব জীবনের যথার্থ রূপদানের অদম্য আগ্রহ আমাদের কবিগণকে বিশেষভাবে সৃষ্টিমুখর করে তুলেছে। বাংলাদেশের সাম্প্রতিক কাব্যধারা নানা পরীক্ষা-নিরীক্ষায় পরিপূর্ণ নবীন কবিগণ এখানকার কাব্যের ক্ষেত্রে বৈচিত্র্য ও সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment