SkyIsTheLimit
Bookmark

পুনঃভর্তির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র

০৫ এপ্রিল, ২০১২
প্রধান শিক্ষিকা 
বরিশাল জিলা স্কুল, বরিশাল
বিষয় : পুন:ভর্তির জন্য আবেদন।
ম্যাডাম, 
যথােচিত সম্মানের সাথে আপনাকে জানাতে চাই যে, এ পর্যন্ত আমি সময়মতােই বিদ্যালয়ের বেতনাদি দিয়ে এসেছি। কিন্তু সম্প্রতি, আমি খুব আর্থিক দুরবস্থায় পড়েছি। আমার বাবা, যিনি একজন রিক্সা চালক, তিনি অনেক দিন যাবৎ দুরারােগ্য ব্যাধিতে ভুগছেন। ফলে, আমার নাম কেটে দেয়া হয়েছে। এখন, আমি আমার বেতনাদি পরিশােধ করতে সক্ষম এবং পুনঃভর্তির ইচ্ছা পােষণ করি। 
এমন অবস্থায়, আমি আশা করি যে আপনার বিদ্যালয়ে পুন:ভর্তি হতে আমাকে অনুমতি প্রদান করতে আপনি যথেষ্ট সদয় হবেন। 
আপনার অনুগত 
মিনহাজ 
শ্রেণি - দশম
রােল নম্বর - ০১
বরিশাল জিলা স্কুল   

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment