SkyIsTheLimit
Bookmark

রচনা লেখার নিয়ম(বেশি নম্বর এর জন্য)


১. তথ্য ভিত্তিক রচনা লেখা
ওই রচনাটা লেখা উচিত যেটাতে অনেক তথ্য রয়েছে, ধরো রচনা আসলো শীতের সকাল এবং সময়ের মূল্য, শীতের সকাল রচনার মধ্যে তথ্যভিত্তিক কোন কিছু লেখার সুযোগ নেই কিন্তু সময়ের মূল্য রচনা তে তথ্যভিত্তিক লেখার অনেক সুযোগ রয়েছে।তাই সেই রচনা দেওয়া উচিত যার মধ্যে অনেক তথ্য রয়েছে।

২. ১২ থেকে ১৫ টি পয়েন্ট দেওয়া
রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে ১২ থেকে ১৫টি পয়েন্ট দিতে হবে যদি এর থেকে কম দেয়া হয় তবে রচনাটি মানসম্মত হবে না।

৩. প্রতিটি পয়েন্টের মধ্যে বাংলা বা ইংরেজি উক্তি দেওয়া
প্রতিটি পয়েন্টের মধ্যে একটি করে বাংলা অথবা ইংরেজি উক্তি দিতে হবে, তাহলে রচনার মান অনেক বেড়ে যাবে এবং রচনা দেখতে অনেক সুন্দর দেখাবে।

৪. রচনা সাইজ হবে ১০ থেকে ১২ পৃষ্ঠা
রচনা খুব বেশি বড় করার দরকার নেই,১০ থেকে ১২ পৃষ্ঠার মধ্যে তথ্যভিত্তিক বিষয় উল্লেখ করে এবং সুন্দর করে লেখা উচিত।

৫. শুরু ও শেষ হতে হবে আকর্ষণীয়
পরীক্ষার খাতা দেখার সময় প্রথম অংশ এবং শেষ অংশটি বেশি গুরুত্ব দিয়ে পড়া হয় মাঝের অংশ গুলো তেমনভাবে পড়া হয়না। তাই রচনার শুরু এবং শেষ আকর্ষণীয়ভাবে লিখতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
3 comments

3 comments

  • Anonymous
    Anonymous
    18 July, 2022
    Amazing
    Reply
  • Unknown
    Unknown
    04 December, 2021
    Thanks
    Reply
  • Unknown
    Unknown
    18 September, 2021
    awesome tips keep going😊
    Reply