SkyIsTheLimit
Bookmark

বাংলাদেশে নারী শিক্ষা অনুচ্ছেদ রচনা

বাংলাদেশে নারী শিক্ষার সার্বিক অবস্থা এখন বেশ সন্তোষজনক। তবে অতীতে নারীদের যে মর্যাদা ছিলো তা অনেকাংশেই কমে গিয়েছে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষার দরুন। পূর্বে নারীরা তাদের গৃহের সীমারেখার মধ্যে ছিল। তারা সাধারণত গৃহস্থালির কাজ করে তাদের সময় কাটাত এবং পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করতো।  কিন্তু এমন অবস্থার পরিবর্তিত হয়েছে। আজকাল তারা বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি হচ্ছে। যেখানে আমাদের নোংরা সমাজ ব্যবস্থার জন্য নারীরা তুলনামূলক অধিক হারে অশ্লীলতার ভুক্তভূগী হচ্ছে। যদিও নারী স্বাক্ষরতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তথাপি নারী তার সম্মান হারাচ্ছে। এর সব থেকে বড় কারণ, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নোংরা মানসিকতা। আমাদের দেশে স্বাক্ষরতার হার হচ্ছে প্রায় ৭০% যেখানে নারী স্বাক্ষরতার হার হচ্ছে প্রায় ৫০%। কাজেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ব্যপারে যত্নশীল হওয়া উচিত। একটি শিক্ষিত জাতি পাওয়ার জন্য নারী শিক্ষা প্রয়ােজনীয় হলেও মনে রাখা জরুরী প্রাতিষ্ঠানিক শিক্ষাই প্রকৃত শিক্ষা নয়। কারণ, একজন স্বশিক্ষিত মা-ই কেবল একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে যা প্রাতিষ্ঠানিক শিক্ষার দরুন অর্জিত হয়না। তাই সুন্দর একটি জাতির আশা করতে হলে আমাদেরকে অবশ্যই নারীদের জন্য অত্যান্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment