SkyIsTheLimit
Bookmark

সদাচরণ অনুচ্ছেদ রচনা

যে সব গুণ মানুষকে ভদ্র, শান্ত এবং ভাল ব্যবহারসম্পন্ন করে তােলে তাকে সদাচরণ বলে। এটি মানুষকে বুদ্ধিসম্পন্ন এবং মর্যাদাসম্পন্ন করে তোলে। এটি স্বতঃপ্রবৃত্ত ভাবেই অর্জন। করা যেতে পারে। বয়ােজ্যেষ্ঠদের আদেশ-উপদেশ মেনে চলে এটি অর্জন করা যায়। প্রথমে মানুষ এটি তার পরিবারে শেখে। পরিবারই তাকে শেখায় কীভাবে সমাজে আচরণ করতে হবে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাল আচরণ শিখতে পারে। সুতরাং, যারা পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিবাচক শিক্ষা নেয় এবং বয়ােজ্যেষ্ঠদের আদেশ-উপদেশ মেনে চলে তারাই ভাল আচরণ সম্পন্ন হতে পারে। সৎ, ভাল আচরণ সম্পন্ন, কঠোর পরিশ্রমী এবং ধার্মিক লােকেরা সমাজে সম্মানিত হয় । সদাচরণ ভবিষ্যৎ সফলতার পূর্বশর্ত। সুতরাং, জীবনে সফল হতে হলে প্রত্যেককে তার আচরণ সম্পন্ন হওয়া উচিত। আমি একজন শিক্ষার্থী। আমি জানি যে, একজন ভাল আচরণসম্পন্ন ব্যক্তি সকলের দ্বারা সম্মানিত হয়। অন্যদিকে,যে ভাল আচরণসম্পন্ন নয়, সে সকলের দ্বারা ঘৃণিত হয়। এ কারণে, আমি সর্বদা আমার বাবা-মা ও শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে চলি। ভাল আচরণসম্পন্ন হওয়ায় আমি গর্ববোধ করি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment