SkyIsTheLimit
Bookmark

কৃষক অনুচ্ছেদ রচনা

কৃষক হচ্ছে সে ব্যক্তি যে কৃষিকাজ করে। সে খুব শােচনীয় জীবন যাপন করে। সে দিন এনে দিন খায়। সে নিজের অথবা অন্যের জমি চাষ করে। সে কঠোর পরিশ্রমী। সে খুব সকালে ঘুম থেকে জাগে। তারপর সে যন্ত্রপাতি, দুটি বলদ, এবং লাঙ্গল নিয়ে মাঠে যায়। শস্য বপনের জন্য জমি প্রস্তুত করতে সে কঠোর পরিশ্রম করে। সে দুপুরে আসে, দুপুরের খাবার খায়, বিশ্রাম নেয় এবং পুনরায় মাঠে যায়। তার আনন্দ-বেদনা প্রকৃতির দয়ার ওপর নির্ভর করে। যদি সে অধিক ফসল পায় তাহলে তার আনন্দের সীমা থাকে না। অন্যদিকে, যদি ফসল খারাপ হয়, তবে তার দুঃখেরও সীমা থাকে না। সে সাধারণত কুঠিরে বা কাঠের ঘরে বাস করে। মাঝে মাঝে তাকে এবং তার পরিবারের সদস্যদের অনাহারে থাকতে হয়। তার সন্তানের শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং তার পরিবারের সদস্যরা বিনোদন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। তাই কৃষি খাতে সরকারের ভুর্তকি দেয়া উচিত যাতে তারা যথােচিত জীবন যাপন করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    19 May, 2022
    So easy thank you
    Reply