SkyIsTheLimit
Bookmark

দিনমজুর অনুচ্ছেদ রচনা

দিনমজুর এমন একজন ব্যক্তি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হস্তচালিত শ্রম দিয়ে থাকে। সে সরার কাছে একজন পরিচিত মুখ। সে সারা দিন ধরে কঠোর পরিশ্রম করে এবং সামান্য জীবিকা উপার্জন করে। সে খুবই শক্তিশালী এবং স্বাস্থ্যবান। তার পােশাক খুবই নােংরা এবং ঘেঁড়া। একজন দিনমজুর সাধারণত কঠোর পরিশ্রমী হয়ে থাকে। সে জানে না, বিশ্রাম কি। সে ঠিক মেশিনের মত কাজ করে। একজন দিনমজুর সাধারণত দিনে ১০ ঘন্টা কাজ করে। সে খুব সকালে ওঠে এবং কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সন্ধ্যায় তার মজুরী পাওয়ার পর, সে বাজারে যায়, তার নিত্য প্রয়ােজনীয় সামগ্রী ক্রয় করে এবং সে তার ঘরে ফিরে। মাঝে মাঝে সে এবং তার পরিবার না খেয়ে থাকে যদি সে কাজের বন্দোবস্ত করতে না পারে। যেহেতু তার আয় খুব সামান্য, সেহেতু তার ছেলে-মেয়েরা উপযুক্ত শিক্ষা পায় না এবং তার পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা পায় না। মােটের উপর, সে খুব দুর্বিষহ জীবন যাপন করে। সে কোনমতে তার পরিবারের ভরণ-পোষণ করে। যা-হোক, আমাদের উচিত তাকে। সহায়তা করা যায় সে যথোচিত জীবন পরিচালনা করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    09 September, 2022
    Many many thanks for it😀😀
    Reply
  • Anonymous
    Anonymous
    03 August, 2022
    Nice
    Reply