SkyIsTheLimit
Bookmark

জেলে অনুচ্ছেদ রচনা

একজন জেলে হচ্ছে সে ব্যক্তি যে মাছ ধরে এবং মাছ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। সে সাধারণত নদী, সমুদ্রে এবং খালের পাড়ে বসবাস করে। সে নদীতে এবং সমুদ্রে মাছ। ধরে বেশির ভাগ সময় কাটায়। মাঝে মাঝে সে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায় এবং তার পরিবার তার নিরাপদে ফিরে আসা নিয়ে উদ্ধিগ্ন হয়ে পড়ে। অবসর সময়ে, তাকে তার জাল মেরামত করতে হয় এবং তার নৌকার যত্ন নিতে হয়। যদি সে প্রচুর মাছ ধরে, তবে তার আনন্দের সীমা থাকে না। সাধারণত তাকে তার মালিকের কাছ থেকে নৌকা এবং জাল ক্রয় করতে হয়। তাকে অর্থ ঋণদাতাদের কাছ থেকে ঋণ নিতে হয়। যদি সে তার অসুস্থতা অথবা খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরতে না পারে, তবে তার পরিবারকে অনাহারে থাকতে হয়। তার ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত এবং তার পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। একজন জেলে আমাদের মাছ সরবরাহ করে। সে বৈদেশিক মুদ্রা উপার্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, সরকারের উচিত তাদের জন্য সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা যাতে তারা তাদের শোচনীয় অবস্থার উন্নতি করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Unknown
    Unknown
    01 September, 2021
    ভাল
    • Unknown
      Anonymous
      11 June, 2023
      This comment has been removed by a blog administrator.
    Reply